
ব্রাহ্মণবাড়িয়া’র সরাইল উপজেলার সদর ইউনিয়নের নিজ সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক সেবন’রত অবস্থায় এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আটককৃত নাঈম (২০) সদর ইউনিয়নের চানমনি পাড়া গ্রামের কবির হোসেনের ছেলে।
মঙ্গলবার (৯ মে) মাদক সেবনের তথ্য পেয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন এর দিক নির্দেশনায় এসআই জয়নাল আবেদীন সরাইল উপজেলা প্রশাসন’কে বিষয়টি অবগত করে।
খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সওয়ার উদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরের সাজা প্রদান করেন।
জানা গেছে, উক্ত মাদক সেবনকারীর বিরুদ্ধে সরাইল থানায় আগেও চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।