সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত।

সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদ্রাসার তফসিল ঘোষণা করা হয়। ১৩/০৭/২০২৩ইং নমিনেশন জমা ও শেষ তারিখ ২৩/০৭/২০২৩ইং হইতে ২৫/০৭/২০২৩ইং মনোনয়ন প্রত্র বাছাই ও বৈধ প্রার্থী ২৬/০৭/২০২৩ইং মনোনয়ন প্রত্যাহার ২৯/০৭/২০২৩ইং চুড়ান্ত তালিকা প্রকাশ ৩০/০৭/২০২৩ইং ভোট গ্রহণ ১৬/০৮/২০২৩ইং সাধারণ অভিভাবক প্রার্থী, অতিরিক্ত প্রার্থী না থাকাতে চারজনকে বিজয় ঘোষণা করেন, চারজন প্রার্থীর নাম, ১, এরশাদ হুসাইন ২, মোঃ এনামুল হক ৩, মোঃ শাহীনুল ইসলাম ৪, মোঃ হাফিজ মিয়াসংরক্ষিত মহিলা অভিভাবক, শরিফা বেগমকে বিজয় ঘোষণা করা হয়। ২২/০৮/২০২৩ইং সভাপতি নির্বাচন হয়, উক্ত সভাপতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে মোঃ আলমগীর মিয়া উজ্জ্বলকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, সহিত খালিদ জামিন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। মিটিং পরিচালনা করেন, মাদ্রাসার সুপারেন্টেন আবু আকাচ্ছ হায়দার।

মোঃ রাকিব ,প্রতিনিধি, দৈনিক ক্রাইম তালাশ,
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া

By:

Posted in:


Leave a comment

Design a site like this with WordPress.com
Get started