
তারিখ,০২/১০/২০২৩ রোজ, সোমবার, সময়, আনুমানিক সন্ধ্যা ০৭.১৫ ঘটিকায়।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ কর্তৃক ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন কুট্টাপাড়া মোড় নামক স্থানে চেকপোষ্ট ডিউটিকালীন সময় একটি নাম্বার বিহীন সিএনজির গতিবিধি সন্দেহ হলে নাম্বার বিহীন সিএনজি গাড়ীটি আটক করিয়া সিএনজির চালক, মোঃ জুনাঈদ মিয়া (৩০), পিতা- মৃত ছেলামত মিয়া, মাতা- রেহেনা বেগম, সাং- পরশপুর বুল্লা। চালকের সাথে সামনে ডান পাশে বসা যাত্রী মোঃ ইনু মিয়া (২৮), পিতা- মৃত আলতাব আলী, মাতা- মোছাঃ হিরা বানু, সাং- পাঁচগাঁও, উভয় থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া দ্বয়কে জিজ্ঞাসাবাদ করিয়া তাহাদের দেওয়া তথ্য অনুযায়ী সিএনজি গাড়ীটি তল্লাশী করিয়া চালকের সিটের নিচ থেকে ৪০ (চল্লিশ) বোতল মাদক জাতীয় দ্রব্য স্ক্রাফ (Escrup) উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মোঃ রাকিব, প্রতিনিধি, দৈনিক ক্রাইম তালাশ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।