শুরু থেকে শেষ মুহূর্তেও অকান্ত পরিশ্রম করে নৌকার বিজয় নিশ্চিত করেন টিংকু।

আওয়ামী কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সৎ, আদর্শবান, পরিশ্রমী, মেধাবী, গরিব দুঃখী মানুষের বন্ধু, সাদা মনের মানুষ, সংগ্রামী নেতা,
প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক, আনোয়ার পারভেজ টিংকু।

তিনি ব্রাহ্মণবাড়িয়া-২, (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনে শুরু থেকে শেষ দিন পর্যন্ত দিনরাত অকান্ত পরিশ্রম করে নৌকার বিজয় সুনিশ্চিত করেন। তিনি শুরুতেই বলেছিলেন, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ভাই জিতে গেলে জিতে যাবো আমরা। অনেক বছর পর আমরা (সরাইল-আশুগঞ্জে) নৌকা প্রতিক পেয়েছি। আমাদের নৌকার সম্মান ধরে রাখতে হবে। তাই আর দেরি না করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিলেমিসে নৌকার জন্য কাজ করে, নৌকাকে বিজয় করতে হবে।

তিনি নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য (সরাইল-আশুগঞ্জ) এর প্রত্যেকটি ইউনিয়ন ঘুরে মানুষের কাছে অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর নৌকা প্রতিকর ভোট চাইলেন। নির্বাচন শেষ দিন পর্যন্ত বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী কেন্দ্রে নিজে ও কর্মীদের দিয়ে ভোটার দের বাড়ি থেকে এনে ভোট দেওয়ান।

যার জন্য অকান্ত পরিশ্রম আল্লাহ তায়ালা বৃথা যেতে দেয়নি। নৌকা বিজয় লাভ করেন। উনার বিশ্বাস ছিল সবাই মিলে পরিশ্রম করলে নৌকার বিজয় সুনিশ্চিত। যার কথা সত্যি হলো।

সরাইল-আশুগঞ্জ এর প্রতিটি মানুষের কাছে জননেত্রী শেখ হাসিনা ও উনার জন্য দোয়া চাইলেন।

By:

Posted in:


Leave a comment

Design a site like this with WordPress.com
Get started