মাওলানা আবুল হাসনাত আমিনির পক্ষে আশুগঞ্জ বাজারে মিনার প্রতীকের গনসংযোগের অনুষ্ঠিত।

২৮ ডিসেম্বর ২০২৩ইং, বিকাল ৩ ঘটিকায়।
ব্রাক্ষণবাড়িয়া -২ (সরাইল -আশুগঞ্জ) এর নির্বাচনি এলাকায় মুফতি আমিনি (রহ) এর সুযোগ্য সন্তান ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান
মাওলানা আবুল হাসনাত আমিনির পক্ষে আশুগঞ্জ বাজারে মিনার প্রতীকের গনসংযোগের অনুষ্ঠিত।

গনসংযোগে উপস্থিত ছিলেন

মাওলানা বোরহান উদ্দিন,
মুফতি এনামুল হাসান,
মাওলানা হাসমত উল্লাহ,
মাওলানা ইসহাক আল মামুন,
মাওলানা মাহতাব
জনাব ফজলুর রহমান
মুফতি নিয়ামুল
মাওলানা নুরুল্লাহ মানসুর
মাওলানা আবুল হাসান
মাওলানা জহির
মাওলানা মুসা
মাওলানা আশরাফ শিহাব
মাওলানা নুর আলম
মাওলানা নাঈম
সহ আরো অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগে নেতাকর্মীরা বলেন, আমাদের ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান
মাওলানা আবুল হাসনাত আমিনি (সরাইল আশুগঞ্জ) এ বিশাল ব্যবধানে জয় লাভ করবেন। এইটা আমাদের বিশ্বাস। সততা ও নিষ্ঠার সাথে আমরা মাঠে আছি এবং থাকবো।

আমাদের স্টাফ রিপোর্টার মোঃ রাকিব এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্করিপোট ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ।

By:

Posted in:


Leave a comment

Design a site like this with WordPress.com
Get started