দুবাজাইল ১নং ওয়ার্ড উপনির্বাচনে মেম্বার পদে ফরম জমা দেন এম এ মাসুক প্রধান।

অরুয়াইল ইউনিয়ন দুবাজাইল ১নং ওয়ার্ড উপনির্বাচনে মেম্বার প্রার্থী এম এ মাসুক প্রধান। দুবাজাইল সমবায় বাজারে সাধারণ সম্পাদক, ও দুবাজাইল পশ্চিমপাড়া জামে মসজিদ সাধারণ সম্পাদক, উনি বলেন, দুবাজাইল ১নং ওয়ার্ডের নিঃস্বার্থ ভাবে এলাকার কামলা হিসেবে সেবা করবো এবং সকলের কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।


দুবাজাইল ১নং ওয়ার্ডের মেম্বার ডাক্তার এনামুল করিম মৃত্যুর কারণে উপনির্বাচন দেওয়া হয়।

By:

Posted in:


Leave a comment

Design a site like this with WordPress.com
Get started