সরাইল ইসলামাবাদে বিদ্যুতের ট্রান্সফরমার চোর চক্রের চার সদস্য আটক করেন সরাইলের জনগণ।

বিদ্যুতের ট্রান্সফরমার চোর চক্রের ৪ সদস্যকে আটক করে পুলিশে দিলেন সরাইলের জনগণ। সরাইলে ট্রান্সফরমার চুরির সময় চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে এলাকার জনগণ। শনিবার, সকালে উপজেলার ইসলামাবাদ (গোগদ) এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোর্পদ করেন।

পুলিশ ও উপস্থিত জনগণ জানান, ঢাকা- সিলেট হাইওয়ের পাশে সেচ প্রকল্পের জন্য বসানো হয়েছে, ট্রান্সমিটার। ইসলামাবাদ (গোগদ গ্রামের) পিডিবি’র গ্রাহকদের জন্য। ২৪ ফেব্রুয়ারি, শনিবার, রাত ৩ ঘটিকার সময় হাইওয়ের পাশে পিকআপ গাড়িতে করে আসে চুর চক্রের সদস্যরা। রাস্তার পাশের ট্রান্সমিটারটি খুলতে শুরু করে। ঐ সময় স্থানীয় কয়েকজন বুঝতে পেরে এলাকার লোকজন চোরদের চারিদিকে ঘিরে ফেলে। তারা চোর বলে শব্দ করতে থাকে।

তখন হাইওয়ে রোডে চলা গাড়ি থেকে লোকজন এসে তাদেরকে সহযোগিতা করে ৪ চোরকে হাতেনাতে আটক করে ফেলেন। কিন্তু এই সময় চোর চক্রের অন্য সদস্যরা পিকআপ গাড়ি নিয়ে দ্রুত চলে যায় বলে জানান এলাকার জনগণ।

চোর চক্রের আটককৃত চার জন হলেন:- সরাইল সদর ইউপি নিজ সরাইল এলাকার মুগল মিয়ার ছেলে, তারেক মিয়া (২৮), দামাউড়া এলাকার আবুল উদ্দিনের ছেলে, মোঃ শিপন মিয়া (২৭), অরুয়াইল এলাকার শওকত মিয়ার ছেলে হাবিব মিয়া (৫০) ও নাসিরনগর উপজেলার, চাতলপাড় এলাকার মৃত, চান মিয়ার ছেলে সাদেক মিয়া (৩৮) এ সময় তাদের কাছ থেকে চুরির কাজে, বিভিন্ন যন্ত্রপাতি সহ ট্রান্সমিটার চুরির আলামত ৩টি পিতলের কানেক্টর বিশিষ্ট L.T, যাহার সাথে তামার তার সংযুক্ত, ১১টি H.T তামার কয়েল, যাহার ওজন অনুমান ৫২ কেজি, ৩/৪ টি লোহার এ্যাংগেল, যাহার ওজন ৩৮ কেজি, ৪টি পাইব ও বাশেঁর হুক, ৮ ইঞ্চি লম্বা একটি স্টিলের রেঞ্জ সহ আসামীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ট্রান্সফরমারের ভিতরের কয়েল থেকে পিতলের তার চুরির সময় ৪ চোরকে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেয়, এলাকার জনগণ। তখন আটক কিত চোরদের থানায় আনা হয়। এবং বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের চার জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের সোপর্দ করা হবে।

By:

Posted in:


Leave a comment

Design a site like this with WordPress.com
Get started