
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শের আলম কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, আনোয়ার পারভেজ টিংকু।
এই সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেতা, পায়েল হোসেন মৃধা,
সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, এড. আশরাফ উদ্দিন মন্তু, আওয়ামী লীগের নেতা, আবুল কাশেম, ইসরাফিল শাহ প্রমুখ।
শনিবার, ১১মে, সকাল ১১ ঘটিকায় এই ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। গত ৮ই অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রথম বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন, শের আলম মিয়া।
আনোয়ার পারভেজ টিংকু গণমাধ্যম কে বলেন, সারাদেশে উন্নয়নের ছোয়া লেগেছে, কিন্তু সরাইলে উন্নয়ন বঞ্চিত। এবার সৎ, যোগ্য ও শিক্ষিত ছেলে শের আলম কে সর্বস্তরের জনগণ বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। শের আলম সরাইলের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং জনকল্যাণ কাজ করবে ইনশাআল্লাহ। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা করি।