
মোঃ রাকিব, স্টাফ রিপোর্টার, দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা, সরাইল উপজেলা, চুন্টা ইউনিয়নে অবিনাশ চন্দ্র একাডেমি এর নামফলক করেন ভুল দিয়ে।
চুন্টা ইউনিয়ন এর অনেকেই বলেন, শিক্ষা জাতীর মেরুদণ্ড কথাটি মিথ্যা হয়ে গেল, চুন্টা অবিনাশ চন্দ্র একাডেমি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির জন্য। এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা পড়াশোনায় দুর্বল হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো, ম্যানেজিং কমিটির দায়িত্বে অবহেলা। সম্প্রতি স্কুল কর্তৃপক্ষ কর্তৃক স্কুলের নামফলকে যদি বানান ভুল লিখেন, এই স্কুল থেকে আমাদের শিক্ষার্থীরা কি শিক্ষা নিবে? শিক্ষা প্রতিষ্ঠানের ভুল বানানে আমরা মর্মাহত। স্কুলের উন্নয়ন হলে এলাকাবাসী মূল্যায়ন করবে এখানে কোন নামফলকের প্রয়োজন নেই। সিসিটিভি উদ্বোধন করার সময় যদি এতো গুলো বানান ভুল হওয়া সত্বেও তাদের চোখে পরেনি। তারা আসলে কি? অযোগ্য ব্যক্তি তা ছাড়া আর কিছুই না।
তারা শুধু খাই আর ঘুমায়। তাদের প্রত্যেকেই পদ পদবীর জন্য চেয়ার গুলো দখল করে বসে আছে। বুঝা যায় তাদের দায়িত্বটা মামার বাড়ি রসের হাঁড়ি, চলে যাব তাড়াতাড়ি, দেরি হলে আর পারবোনা…..ঐ। দ্বিতীয় কারণ হলো, শিক্ষকদের পাঠদানের অবহেলা অবলক্ষণ করা যায়।
যেমন, ২০২৪ সালের পাশের হার ৪৬%। তারা আরও বলেন, যদি উক্ত প্রতিষ্ঠানটি এভাবে চলমান থাকে তবে শিক্ষার্থীরা কি শিক্ষা অর্জন করবে? সরাইল উপজেলা চুন্টা ইউনিয়ন বিজ্ঞ জনের কাছে প্রশ্ন রাখেন, ও সরাইল উপজেলা নির্বাহী শিক্ষা অফিসার এর নিকট এই বিষয়টি জন্য সুদৃষ্টি আকর্ষন করার জন্য অনুরোধ করেন।