অরুয়াইল ইউপি চেয়ারম্যান এর ভাই চাঁদাবাজির মামলায় গ্রেফতার বাশারফ হোসেন ভূইয়া।

মোঃ আরাফাত মিয়া, ভ্রাম্যমাণ প্রতিনিধি।

২৫ সেপ্টেম্বর ২০২৪ইং ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা অরুয়াইল ইউনিয়ন মৃত আমিনুল হক এর ছেলে বাশারফ হোসেন ভূইয়া মিয়া কে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছেন সরাইল থানায় দায়িত্বপ্রাপ্ত তদন্ত অফিসার ইনচার্জ মোঃ রফিক ইসলাম।

বাদী, মোঃ বাচ্চু মিয়া বলেন, ০৩ সেপ্টেম্বর ২০২৪ইং সন্ধ্যা ৭ঘটিকায়। সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু বাশারফ হোসেন ভূইয়া তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাড়ির নিকটবর্তী ঘটনাস্থলে ডেগার, ছুরি, লোহার রড ইত্যাদি নিয়ে আমার বুক বরাবরে ডেগার ধরিয়ে বলে, ক্রয়কৃত ০৪(চার) শতক ভিটি ভূমিতে আমি শান্তিপূর্ণ ভাবে দখল থাকিতে হইলে তাকে ২০,০০,০০০ (বিশ লক্ষ) টাকা চাঁদা দিতে হবে নয়তো আমাকে প্রানে হত্যা করে ফেলবে। আমি রাজি না হয়ে প্রতিবাদ করলে আমাকে কিল, ঘুষি, লাথি মারা শুরু করলে আমি চিৎকার করিলে লোকজন আসিতেই, তার বাড়িতে দুইদিনের মধ্যে টাকা দিয়ে আসার কথা বলে, নয়তো মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। পরে আমি সরাইল থানায় ০৫ সেপ্টেম্বর ২০২৪, মামলা নং ০৫, জি,আর ১৭৮ মামলা করে সন্ত্রাসী বাশারফ হোসেন ভূইয়া ও তার বাহিনীর শাস্তি দাবি করি।

তদন্ত অফিসার ইনচার্জ মোঃ রফিক ইসলাম বলেন, তার নামে মামলার ওয়ারেন্ট আছে, অনেক দিন পালিয়ে থাকার পরে, বাশারফ হোসেন ভূইয়া কে গ্রেফতার করি, তার নামে একাধিক মামলা রয়েছে, তার সাথে থাকা বাকি আসামি গুলো পালিয়ে যায়। আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাকি আসামি গুলো কে গ্রেফতার করে আদালতে চালান করবো।

By:

Posted in:


Leave a comment

Design a site like this with WordPress.com
Get started