
ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা অরুয়াইল ইউনিয়ন চেয়ারম্যান মোশারফ হোসেন ও মোখলেস মিয়া এর বিরুদ্ধে চাঁদাবাজির মামলার পর এখন বিস্ফোরক মামলা হয়েছে। ২৬/০৩/২০২১ইং রোজ, মঙ্গলবার অনুমান বিকাল, ৫ ঘটিকায়।
কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর বিসিকের সম্মুখে রাস্তায় বিস্ফোরকে বাদী শাজাহান চিরতরে পঙ্গুত্ব বরণ করেন। যার জন্য সে নিজে বাদী হয়ে ৭জনকে শাক্ষী করে ৩২ জনকে প্রকাশে আসামী করেন, গং ২০০/৩০০ জনের বিরুদ্ধে ১৬ অক্টোবর ২০২৪ইং সঠিক বিচারের দাবিতে আদালতে মামলা দাখিল করেন। সি, আর ১৯৮৪.