অরুয়াইল ইউনিয়নে ৪জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন আদালত।

মোঃ রাকিব, বিশেষ প্রতিনিধি:

২৬ জুন ২০২৪ইং রোজ, বুধবার সময়, অনুমান সন্ধা ৬.৩০ ঘটিকায়। ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা অরুয়াইল ইউনিয়নের বাদী মোঃ বাচ্চু মিয়া পিতা, মৃত গনি মিয়া এর বাজারের দক্ষিণ পার্শ্বে দোকান ঘর ভাংচুর, লুটপাট করে দোকানের বিভিন্ন জিনিস পত্র ও দোকানের ভিতরে থাকা তার ছেলে মোজাম্মেল মিয়া কে মারদুর করে সব কিছু নিয়ে যায় খসরু মিয়া,রফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, নাদিমু হক সহ সাথে ২/৩ জন সন্ত্রাসী বাহিনী মিলে।

বাদী বাচ্চু মিয়া ও তার ছেলে মোজাম্মেল মিয়া বলেন, গিয়াস উদ্দিন পিতা, আব্দুর রসিদ মিয়ার কাছ থেকে ০১/০১/২০২৪ইং তারিখে ৬০০০/-হাজার টাকায় প্রতি মাসের জন্য ভাড়া নিয়ে দোকানের মধ্যে গ্যাসের বোতল সহ আরো কিছু জিনিস পত্র তুলি। কিছু দিন যেতেই বিবাদীরা তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে দোকানে ভিতরে প্রবেশ করে দোকান ছেড়ে দেওয়ার হুমকি দেয়, পরে যখন দোকানের মালিক কে ও বাজারের কমিটিকে জানায় পরে বিবাদীগণ আরও ক্ষিপ্ত হয়ে তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে কয়েক মাস পর হটাৎ করে দা,লাটি,লোহার রড,ডেগার, ছুরি অস্ত্র সস্ত্র নিয়ে দোকানের ভিতরে প্রবেশ করে আমার ছেলে কে মারদুর করে জখম করে, ঘরের দরজা, বেড়া, দেয়াল, ভাংচুর করে দোকানের ক্যাশ বক্স হইতে নগত ৫,৫০,০০০/- হাজার টাকা ও তাদের সঙ্গে আনা একটি পিক আপ ভ্যান দ্বারা ১০০ পিছ গ্যাসের বোতল সহ আরও বিভিন্ন মালামাল ছিনতাই করিয়া নিয়া যায়। পরে যখন
আমার ছেলে কে হাসপাতালে চিকিৎসা করার জন্য নেওয়ার পথে বাদা দেয় তাদের সন্ত্রাসীরা, তখন একপর্যায়ে এলাকার গ্রাম্য ডাক্তারের মাধ্যমে আমার ছেলে কে চিকিৎসা করি।

পরে সুষ্ঠ বিচারের জন্য ২৪/০৭/২০২৪ইং ব্রাহ্মণবাড়িয়া জেলার সি,আর মামলা নং ২২৭/২৪ ধারা (দ্রুতবিচার) আইন ২০০২ ( সংশোধনী/১৯) এর ৪/৫. আইনে অভিযোগ দায়ের করলে, একপর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিআইডির মাধ্যমে সততা তদন্ত করে গ্রেফতারি ওয়ারেন্ট জারি করেন।
আসামিগণ হলেন, ১, খসরু মিয়া পিতা মৃত, জয়ধর আলী ২, রফিকুল ইসলাম, প্রাইমারী স্কুল শিক্ষক, পিতা,আবু আহমেদ ৩, সাইদুল ইসলাম পিতা, আবু আহমেদ ৪, নাদিমু হক পিতা, খসরু মিয়া, অজ্ঞাত ২/৩ জন সন্ত্রাসী।

সাক্ষী, খন্দকার হোসেন, গিয়াস উদ্দিন, ইকরাম মিয়া, নাঈম মিয়া, মোঃ শাহ আলম মিয়া বলেন, বাদী পক্ষ হইতে যা বলেছেন সব কিছু সত্য আমরা তাদের সন্ত্রাসীদের অস্ত্র সস্ত্র ভয়ে আমরা আতংকিত ছিলাম। আমরা কাছাকাছি থেকেও সন্ত্রাসীদের কে বাদা দিতে পারিনি আমরা তার সঠিক বিচারের দাবি জানাচ্ছি।

অবশেষে বাদী বাচ্চু মিয়া বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা ও প্রশাসন এবং আন্তর্জাতিক মানবাধিকার কাছে সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।

By:

Posted in:


Leave a comment

Design a site like this with WordPress.com
Get started