
মোঃ রাকিব, স্টাফ রিপোর্টার :
০৫ ডিসেম্বর ২০২৪ইং রোজ, বৃহস্পতিবার রাত্রি ৩.৩০ ঘটিকায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা, সরাইল উপজেলা, শাহবাজপুর ইউনিয়ন এর কুখ্যাত মাদক সম্রাট ৩জন ডাকাত ৩৩০পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে গ্রেফতার।
সরাইল থানার অফিসার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ফারুক হোসেন, এসআই (নিরস্ত্র) মোঃ জয়নাল আবেদীন, এসআই (নিরস্ত্র) নরুন নবী, এএসআই (নিরস্ত্র) রুবেল আখন, সঙ্গীয় ফোর্স কং/৪৩৫ মোঃ জয়নাল আবেদীন, কং/৪৪৬ মোঃ হাবিবুর রহমান সর্বথানা:- সরাইল থানা, ব্রাহ্মণবাড়িয়া সহযোগিতায় গোপন তথ্যের ভিত্তিতে সরাইল থানার অফিসার ইনচার্জ রফিক ইসলাম কে অবহিত করিয়ে সঙ্গীয় অফিসার ফোর্সসহ নিয়ে সরাইল থানাধীন শাহবাজপুর ব্রিজের পূর্ব অংশ ঢাকা- সিলেট মহাসড়কে উপর সড়কের দক্ষিণ পার্শ্বে বিজয়নগর এলাকা হইতে শাহবাজপুরগামী গাড়িতে তল্লাশি চালিয়ে একপর্যায়ে রাত আনুমান ০৩.০০ ঘটিকার সময় একটি সিএনজি গাড়ি আটক করে, সাক্ষীদের উপস্থিতিতে যাত্রী বেশে থাকা অবস্থায় সন্দেহের ভিত্তিতে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে স্বাক্ষীদের সম্মূখে তাদের নিকট হইতে মাদক ইয়াবা ট্যাবলেট আছে স্বীকার করে। আটককৃতদের মধ্যে ধৃত ১নং আসামী:- মোঃ আব্দুল্লাহ (২৯) পিতা, মৃত রহমত আলীর কাছ থেকে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ধৃত ২নং আসামী:- মোঃ আবুল কালাম (৪৭) পিতা, মৃত আবু তাহেরের কাছ থেকে ৬৫পিস ইয়াবা ট্যাবলেট এবং ধৃত ৩নং আসামী:- মোঃ শাহ আলম (৪২) পিতা, মৃত মনু মিয়ার কাছ থেকে ৭২পিস ইয়াবা ট্যাবলেট, সর্বমোট ৩৩০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, সরাইল থানায় এনে তদন্ত করে আসামীদের প্রত্যেকের নামে পূর্বের একাধিক মামলা পাওয়া গিয়েছে জানা যাই, শাহবাজপুর এলাকায় খুঁজ খবর নিয়ে জানা যাই তারা পাইকারী ভাবে ইয়াবা ট্যাবলেট কিনে, খুচরা দামে শাহবাজপুর ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় ছাত্র, যুবক ও বিভিন্ন পেশাজীবি মানুষদের কাছে বিক্রি করে ব্যাপক ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। পরে সরাইল থানাধীন নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১)এর টেবিল ১০(ক)/৪ ধারায় অপরাধ করায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়।
সরাইল থানা অফিসার ইনচার্জ রফিক ইসলাম বলেন, তারা ৩জন আসামীর বিরুদ্ধে সরাইল থানায় একাধিক মামলা রয়েছে, তারা কুখ্যাত মাদক ব্যবসায়ী তারা অনেকদিন যাবৎ পালিয়ে মাদকদ্রব্য ব্যবসা করে আসছে, আমি সরাইল থানায় থাকতে কোনো মাদকদ্রব্য ছুড়া কারবারি কে ব্যবসা করতে দিব না। সে যেই হোক, তাদের কে ধরে শাস্তির জন্য আদালতে পেরুন করবো।